Home বিনোদন দেশের তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা

দেশের তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা

by Newsroom
তরুণ অভিনেত্রী

তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের পথচলা দীর্ঘ হলো না। তার আগেই চলে গেলেন না ফেরার দেশে। রোববার রাজধানীর বারিধারায় নিজ বাসা থেকে লরেন মেন্ডেসের মৃতদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় ৩০ আগস্ট রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণ অভিনেত্রী। তবে তার গলায় ফাঁস লাগানোর কারণ এখনো জানা যায়নি।

‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। এরপর লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে।

এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী লরেন মেন্ডেস। এরপর তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য ‌‘অমর প্রেম’ চলচ্চিত্রে। সবশেষ তাকে দেখা যায় সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে।

খ্রিষ্টান ধর্মাবলম্বী লরেন মেন্ডেসের ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। তবে পরিচিতিটা পান এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন তিনি।

ভয়েস টিভি/টিআর

You may also like