Home সারাদেশ ভোলায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পান-সবজি

ভোলায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পান-সবজি

by Shohag Ferdaus
ভোলায়

ভোলায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের ফসলের ক্ষেত। বিশেষ করে শীতকালীন সবজি ও পানের বরজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন অনেক চাষি।

জেলা কৃষি বিভাগ জানায়, গত ৩ দিনের টানা বর্ষণে তলিয়ে গেছে ২ হাজার ৬০৮ হেক্টর শীতকালীন সাক-সবজি ও ২৮৭ হেক্টর পানের বরজ। এরমধ্যে সদরে ৩৬০ হেক্টর সবজি ও ২০ হেক্টর পান, দৌলতখান উপজেলায় ৫৬০ হেক্টর জমির সবজি ও ৬৮ হেক্টর পান, বোরহানউদ্দিন উপজেলায় ৩৪০ হেক্টর সবজি ও ২০ হেক্টর জমির পান, তজুমদ্দিন উপজেলায় ২৯০ হেক্টর জমির সবজি ও ৩১ হেক্টর জমির পান, লালমোহন উপজেলায় ১৫৬ হেক্টর জমির সবজি ও ১০ হেক্টর জমির পান এবং মনপুরা উপজেলায় ৭৩ হেক্টর সবজি বৃষ্টির পানিতে জলমগ্ন রয়েছে।

ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ গ্রামের কৃষক মো. খলিল জানান, এ বছর তিনি ১২ একর জমিতে ধান ও ৩ গণ্ডা জমিতে সবজি আবাদ করেছেন। কিন্তু তা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ হাসনাত জানান, টানা বৃষ্টিতে কৃষকের ফসল আক্রান্ত হয়েছে তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। তলিয়ে থাকা ফসল বাঁচাতে আমরা কৃষকদের পানি সেচের পরামর্শ দিচ্ছি।

আরও পড়ুন: তলিয়ে গেছে ২০ লক্ষাধিক টাকার পানের বরজ

ভয়েস টিভি/এসএফ

You may also like