Home বিশ্ব তামাক পাতা দিয়ে করোনার ভ্যাকসিন তৈরি করছে সিগারেট কোম্পানি !

তামাক পাতা দিয়ে করোনার ভ্যাকসিন তৈরি করছে সিগারেট কোম্পানি !

by shahin

ভয়েস রিপোর্ট: তামাক গাছের পাতা ব্যবহার করে করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সহযোগী সংস্থা কেনটাকি বায়োপ্রসেসিং তামাক গাছ ব্যবহার করে সার্স-কোভ-২ ভাইরাস প্রতিরোধে এই ভ্যাকসিন তৈরি করছে। প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রাথমিক পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়ায় এবার তারা মানুষের ওপর এ টিকা প্রয়োগ করতে চায়। তামাক পাতা থেকে পাওয়া প্রোটিন দিয়ে এ টিকা তৈরি হয়েছে।

আগামী মাসের শুরুতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল মানুষের ওপর শুরু করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সংস্থাটির মতে, এ পদ্ধতিটি অন্যান্য প্রযুক্তির তুলনায় ভ্যাকসিনটি আরো দ্রুত তৈরি করে।

এই ভ্যাকসিনের সুবিধাগুলো ব্যাখ্যা করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃপক্ষ বলেছে, ‘এটি দেওয়া সম্ভাব্যভাবে নিরাপদ। কারণ তামাক গাছ মানুষের পীড়াজনিত রোগগুলো হোস্ট করতে পারে না। এটি ভ্যাকসিন তৈরির দ্রুততর একটি পদ্ধতি। তামাক গাছের উপাদানে ভ্যাকসিনের উপাদানগুলো আরো দ্রুত মিশে।’

সংস্থাটির দাবি, প্রচলিত পদ্ধতি ব্যবহার করে যেখানে ভ্যাকসিন তৈরিতে কয়েক মাস সময় লাগে সেখানে তামাক গাছের মাধ্যমে ৬ সপ্তাহে তৈরি করা যায়। আর এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা যায় অন্যদিকে প্রচলিত ভ্যাকসিনগুলোর বেশিরভাগই হিমায়িত করার প্রয়োজন পড়ে। নতুন এই পদ্ধতির ভ্যাকসিনের একটি ডোজের মাধ্যমে কার্যকর ইমিউন রেসপন্স ক্ষমতা প্রদানের সম্ভাবনা রয়েছে।’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতে, গত এপ্রিল মাস থেকে এই ভ্যাকসিনের প্রাক-ক্লিনিকাল ট্রায়াল চলছে এবং প্রাথমিক ফলাফল ইতিবাচক দেখা গেছে।

সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, ‘আমরা ইতিমধ্যে এর প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষা শেষ করেছি। এটিকে সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে রিপোর্ট করতে পেরে খুশি। কারণ পরীক্ষায় ইতিবাচক ইমিউন রেসপন্স দেখা গেছে। সে হিসেবে ভ্যাকসিনটিকে এখন পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আমরা প্রস্তুত। প্রথমবারের মতো মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’

You may also like