Home খেলার খবর ইপিএল থেকে চোট নিয়ে দেশে ফিরলেন তামিম

ইপিএল থেকে চোট নিয়ে দেশে ফিরলেন তামিম

by Imtiaz Ahmed

এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) শেষ না করেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। আঙুলের চোটে অন্তত চার সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন তামিম। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজেও। এই সময় হাঁটুর চোট থেকে পুনর্বাসনের জন্য পুরোপুরি বিশ্রামে ছিলেন তামিম। তবে পুনর্বাসনের সময়েও নিয়মিত ফিটনেস ট্রেনিং করে গেছেন তিনি।

পুনর্বাসনের অংশ হিসেবেই নেপালের লিগে নাম লিখিয়েছিলেন তামিম। তবে সেই লিগই কিনা কাল হয়ে দাঁড়াল। বুধবার ইপিএলের ফ্র্যাঞ্চাইজি ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। সেখানেই নতুন চোট পেয়ে বসেন তিনি। বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করে তামিম বলেন, ‘কাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলাম, আঙুল ফুলে গিয়েছে। এরপর আজ দেশে ফিরে স্ক্যান করিয়েছি। সেখানে চিড় ধরা পড়েছে। ঠিক হতে অন্তত ৪ সপ্তাহের মতো সময় লাগবে।’

You may also like