Home সারাদেশ তারুণ্য শক্তির উদ্যোগে তাল গাছ রোপণ

তারুণ্য শক্তির উদ্যোগে তাল গাছ রোপণ

by Newsroom

দিনাজপুরের হিলিতে সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তির উদ্যোগে পাঁচশ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন সড়কের পাশের তারা চারাগুলো রোপণ করেন।

তারুণ্য শক্তির সভাপতি তন্ময় জানান, আমরা তারুণ্য শক্তির প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন সমাজসেবমূলক কাজ করছি। এরই অংশ হিসেবে জনসাধরণকে বজ্রপাত থেকে রক্ষা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এমসয় সাধারণ সম্পাদক তাকিুল ইসলাম, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like