আফগানিস্তানে আবারো শুরু হয়েছে অশান্তি। কাতারে এক সপ্তাহ আগে শান্তি আলোচনায় বসেছিলেন আফগান সরকার ও তালেবান নেতারা। এরইমধ্যে ২০ সেপ্টেম্বর রোববার সারারাত ধরে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় মারা গেছেন অন্ততপক্ষে ১৩৭ জন। যারমধ্যে ৫৭ জন নিরাপত্তা কর্মী ও তালেবানদের ৮০ জন রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। আহতের সংখ্যা অনেক।
এর মধ্যে উরুজগান প্রদেশেই ২৪ জন নিরাপত্তা বাহিনীর কর্মী মারা গেছেন। সেখানে একটি চেক পোস্টে আক্রমণ চালায় তালেবান। শুধু উরুজগানেই নয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সংঘর্ষ হয়েছে। তিনজন আফগান গোয়েন্দাকেও অপহরণ করেছে তালেবান।
নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানায়নি তালেবান। তবে সেনা ও সরকারি মুখপাত্ররা জানিয়েছেন, সবমিলিয়ে অন্ততপক্ষে ৮০ জন তালেবান মারা গেছেন। এর মধ্যে কুন্দুজ, তাখার, বাঘলান প্রদেশে ৫৪ জন মারা গেছেন বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।
আরও পড়ুন- কারাবন্দী ৪শ’ তালেবান যোদ্ধাকে মুক্তির ঘোষণা
শুধু সেনা বা নিরাপত্তা বাহিনীর কর্মীরাই নয়, তালেবানের আক্রমণে প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন বলে অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। তাঁর হিসাব, গত দুই সপ্তাহে তালেবান হানায় দেশের ২৪টি প্রদেশে ৯৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।
তালেবান যোদ্ধারা রোববার গভীর রাতে দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি অবস্থানের উপর ব্যপক হামলা শুরু করে, এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি হওয়ায় সেখানে কোনঠাসা হয়ে পড়েছে সরকারী সেনাবাহিনী। সরকারি-নিয়ন্ত্রিত জেলা গিজাবও বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র জেলগাই এবাদি বলেন, ‘তীব্র লড়াই চলছে। আমাদের বাহিনী বেশ কয়েকটি চৌকি থেকে পিছু হটেছে।’
এক সপ্তাহ আগে কাতারে শান্তি আলোচনায় বসেছেন সরকারপক্ষ ও তালেবান নেতারা। তার মধ্যেই আফগানিস্তানে অশান্তি। এই সংঘর্ষে নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানায়নি তালেবান। তবে সেনা ও সরকারি মুখপাত্ররা জানিয়েছেন, সবমিলিয়ে অন্ততপক্ষে ৮০ জন তালেবান মারা গেছেন। এর মধ্যে কুন্দুজ, তাখার, বাঘলান প্রদেশে ৫৪ জন মারা গেছেন বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।
শুধু সেনা বা নিরাপত্তা বাহিনীর কর্মীরাই নয়, তালেবানের আক্রমণে প্রচুর সাধারণ মানুষ মারা গেছেন বলে অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। তার হিসাব, গত দুই সপ্তাহে তালেবান হানায় দেশের ২৪টি প্রদেশে ৯৮ জন সাধারণ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।
ভয়েস টিভি/ডিএইচ