Home বিশ্ব কারাবন্দী ৪শ’ তালেবান যোদ্ধাকে মুক্তির ঘোষণা

কারাবন্দী ৪শ’ তালেবান যোদ্ধাকে মুক্তির ঘোষণা

by Newsroom

কারাবন্দী ৪শ’ তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়ার বিষয়টি ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সরকার ও তালেবানের মধ্যে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা আবার নতুন করে শুরু করতে এসব তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

তিন দিনের আলোচনার পর ৯ আগস্ট রোববার ওই ৪শ’ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটির পার্লামেন্ট অধিবেশনে বলেন, আজকে দিনটি খুবই আনন্দের। আমার কাছে যে তথ্য রয়েছে, তাতে বলা যায় যে, তালেবানের ৪শ’ বন্দিকে মুক্তি দেয়ার পর আফগান সরকার এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা কয়েক দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে।

অন্যদিকে আফগানিস্তানের প্রধান নির্বাহী এবং প্রধান আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, পার্লামেন্টের সিদ্ধান্তের ফলে শান্তি আলোচনার পথে প্রধান বাধা দূর হয়েছে। এখন আলোচনা শুরু করা সময়ের ব্যাপার মাত্র।

গত ২৯ ফেব্রুয়ারি তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে যে শান্তি চুক্তি সই হয়, সেখানে ৫ হাজার তালেবান বন্দির মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু আফগান সরকার যেহেতু এই চুক্তির সরাসরি কোনো অংশ ছিল না, সে কারণে তারা বন্দিদের মুক্তি দেয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়।

অন্যদিকে তালেবান বলছে, ওই পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিলেই শুধু তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে। আফগান সরকার আরও ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দিলো।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/ডিএইচ

You may also like