Home সারাদেশ ‘১০ মিনিটে’ ৫ হাজার তাল বীজ রোপণ

‘১০ মিনিটে’ ৫ হাজার তাল বীজ রোপণ

by Newsroom

বজ্রপাত নিরসনে ভোলার মনপুরায় উপকূল জুড়ে ‘১০ মিনিটে’ সাড়ে ৫ হাজার তাল বীজ রোপণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার উপকূল ফাউন্ডেশনের উদ্যোগে ‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’ স্লোগানে এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক।

এসময় উপজেলার ভূইয়ারহাটের বিকল্প সড়কের ব্রীজের দুই পাশে, মনপুরা ইউনিয়নের তুলাতুলি ও লিংক রোরে দুইপাশে এবং হাজীরহাট ও দাসের হাট এলাকায় সাড়ে ৫ হাজার তাল বীজ রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক বলেন, উপকূলের জনপদে জীবন রক্ষায় তাল গাছের বিকল্প নেই। বেশি করে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানি কমানো সম্ভব।

এছাড়া অন্যদের মাঝে উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ চৌধুরী, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক বক্তব্য দেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like