Home সারাদেশ ফেনীর পিকলুর তিনদিনের রিমান্ড মঞ্জুর

ফেনীর পিকলুর তিনদিনের রিমান্ড মঞ্জুর

by Newsroom

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে কটাক্ষ করে গ্রেফতার হওয়া ফেনীর মিঠুন দে ওরফে পিকলু নীলকে (৩২) তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

২ নভেম্বর সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে শুক্রবার বিকালে পিকলুকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।

সম্প্রতি ফেনী শহরের কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপমূলক স্ট্যাটাস দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আশেক এলাহীর ছেলে ছানাউল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like