Home বিশ্ব জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী

জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী

by Mesbah Mukul

ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন জেলেনস্কির সঙ্গে। গতকাল মঙ্গলবার ১৬ মার্চ পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে এই বৈঠক করেন। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, পোল্যান্ড থেকে তিন দেশের প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে কিয়েভে যান। বৈঠকের পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হব।’

অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’

এছাড়াও তিনি বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’

ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন চেক প্রধানমন্ত্রী। এছাড়া ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতিও প্রকাশ করেন দুই নেতা।

ভয়েসটিভি/এমএম

You may also like