Home সারাদেশ তিস্তার পানি সামাল দিতে খুলে দেয়া হলো ব্যারাজের সব গেট

তিস্তার পানি সামাল দিতে খুলে দেয়া হলো ব্যারাজের সব গেট

by Newsroom

নীলফামারী প্রতিনিধি: তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেটই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি সামাল দিতেই সব স্লুইজ গেট খুলে দেয়া হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে ডিমলা, জলঢাকা ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে তৈরি উপজেলার চড়খড়িবাড়ী ইউনয়নের একটি ক্রস বাঁধ হুমকির মুখে পড়েছে।

এদিকে ব্যারাজের সব গেট খুলে রাখায় ভাটি এলাকার খালিশা চাঁপনী ও বাইশপুকুর চর প্লাবিত হয়ে বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে চরাঞ্চলের অধিকাংশ মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে। আবার অনেকেই গবাদি পশু, হাঁস মুরগি উঁচু জায়গায় সরিয়ে নিয়েছে।

অন্যদিকে, তিস্তার বন্যায় জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ১০টি চর ও চর গ্রামের ৮ হাজার পরিবার বন্যাকবলিত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বন্যার পানি সামাল দিতেই ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে।

You may also like