Home বিশ্ব গ্রিসের আপত্তি ও ইউউ’র হুমকি সত্ত্বেও সমুদ্রে তুরস্কের অনুসন্ধান

গ্রিসের আপত্তি ও ইউউ’র হুমকি সত্ত্বেও সমুদ্রে তুরস্কের অনুসন্ধান

by Newsroom

গ্রিসের প্রবল আপত্তি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হুমকি সত্ত্বেও পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের জন্যে তুরস্কের অনুসন্ধান বাড়ানো হয়েছে। আগামি ১২ সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চলে তুর্কি অনুসন্ধানী জাহাজ ওরুক রেইস তার কার্যক্রম চালাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তার দেশ প্রতিদ্ব›দ্বী গ্রিসের সঙ্গে আলোচনার পক্ষপাতী। এর মাধ্যমে প‚র্ব ভ‚মধ্যসাগরীয় সম্পদের সুষ্ঠু ভাগাভাগি সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ১ সেপ্টেম্বর মঙ্গলবার আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে গ্রিসই ভ‚মধ্যসাগরে উস্কানিম‚লক কর্মকাÐ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমরা প‚র্ব ভ‚মধ্যসাগরীয় অঞ্চলের সব পাশের দেশগুলোর সঙ্গে আলোচনার পক্ষে, যার মাধ্যমে সবাই সম্পদের সুষ্ঠু ভাগাভাগি থেকে উপকৃত হতে পারে।’ দুই ন্যাটো সদস্য তুরস্ক ও গ্রিসের মধ্যে সামুদ্রিক পানি সীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের।

সম্প্রতি তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ‘ওরুক রেইস’ এবং এর সঙ্গে নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহর পাঠালে নতুন করে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষই পূর্ব ভূমধ্যসাগরে সামরিক মহড়া দিয়েছে। এতে তাদের মধ্যে বড় ধরনের বিরোধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

দুই সপ্তাহ আগে তুরস্কের ওরুক রেইসকে সঙ্গ দেয়া ফ্রিগেটের সঙ্গে সংঘর্ষ হয়েছে গ্রিক যুদ্ধজাহাজের। দুই দেশের দ্বন্দ্বের মধ্যে গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা সৃষ্টির অভিযোগে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। আরো পড়ুন- গ্রিস উপকূলে নৌকাডুবি, সবাইকে জীবিত উদ্ধার

ভয়েস টিভি/ডিএইচ

You may also like