Home সারাদেশ গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ে ফেনীর শাহীনের মৃত্যু

গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ে ফেনীর শাহীনের মৃত্যু

by Mesbah Mukul

স্বপ্ন পূরণ হলো না শাহীনের। তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ের কবলে পড়ে ফেনী শহরের নজরুল ইসলাম শাহীন নামের এক যুবক (২৮) মারা গেছেন। তিনি ফেনীর বারাহিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। নিহত শাহীনের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ফুফাতো ভাই নাসির উদ্দিন জানান, গত ২ ফেব্রুয়ারি তুরস্ক থেকে গ্রিসের পথে যাচ্ছিলেন শাহীন। এরপর থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মোবাইলফোনও ছিল বন্ধ।

গত রোববার রাতে গ্রিস থেকে মশিউর রাব্বি নামে ফেনীর আরেক বাংলাদেশি যুবক তুষারঝড়ে শাহীনসহ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান। পরে পরিবারের নিকট শাহীনের মরদেহের ছবি পাঠায় মশিউর।

তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে শাহীনের বাবা মিজানুর রহমান সরকারের কাছে আবেদন জানান।

ভয়েসটিভি/এমএম

You may also like