Home বিশ্ব হ্যাটট্রিক জয়ের পথে বাংলার মেয়ের তৃণমূল

হ্যাটট্রিক জয়ের পথে বাংলার মেয়ের তৃণমূল

by Shohag Ferdaus

পশ্চিমবঙ্গ আবার তৃণমূলের হাতেই যাচ্ছে। এই নিয়ে পরপর তৃতীয়বারের মতো সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেস। মোদী-শাহের যাবতীয় প্রয়াস, কৌশল ব্যর্থ প্রমাণ হয়েছে। পঞ্চাশ শতাংশের মতো ভোট পেয়েছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে যা ভোট পেয়েছিল, এ বার তা চার শতাংশ কমে হয়েছে ৩৬ শতাংশের মতো। ফলে মেরুকরণের চেষ্টা, প্রায় সব রাজ্য থেকে নেতাদের উড়িয়ে এনে ভোটের দায়িত্ব দেয়া, প্রধানমন্ত্রীকে দিয়ে ৩০টি জনসভা করানো কোনো কিছুই কাজে আসেনি। বাংলার মেয়ের উপরেই ভরসা রেখেছে পশ্চিমবঙ্গ।

এদিকে প্রথমে মমতার নিজ আসন নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও শেষে এসে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ রাউন্ডের গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় চার হাজারের বেশি ভোটে এগিয়ে।

ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২০৭টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৮১টি কেন্দ্রে এবং বাম জোট মাত্র দুইটি কেন্দ্রে এগিয়ে। এখনো কয়েকটি রাউন্ডের গণনা বাকি। তবে প্রায় অর্ধেকের বেশি রাউন্ডের গণনা হয়ে গেছে।নাটকীয় কোনো বদল না হলে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করতে চলেছে।

আনন্দবাজারের প্রতিবেনে অনুযায়ী, ২০৩ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আর বিজেপি ৮৬টিতে।

নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে বড় ধাক্কার কারণ, বিজেপি পশ্চিমবঙ্গে একশ আসনও ছুঁতে পারছে না। ফলে প্রশান্ত কিশোর বা পিকে যে দাবি করেছিলেন, তা মিলে যাওয়ার মুখে। দক্ষিণবঙ্গে প্রায় একচেটিয়াভাবে জিতছে তৃণমূল। উত্তরবঙ্গও তাদের হতাশ করেছে। যে সব আসন তারা জিতবে ভেবেছিল, তা তারা পায়নি।

তৃণমূল প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ। কংগ্রেস আড়াই ও সিপিএম সাড়ে চার শতাংশ ভোট পেয়েছে।

তৃমমূল কংগ্রেস নেতাকর্মীরা এখন থেকেই জয় পালন করতে রাস্তায় নেমে পড়েছেন। কলকাতার বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে সবুজ আবির খেলা। করোনার কড়াকড়ি না মেনে তারা দলের এই অসাধারণ জয় পালন করতে শুরু করেছেন।

আরও পড়ুন: এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি: মমতা

ভয়েস টিভি/এসএফ

You may also like