Home সারাদেশ তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে মাকে হারাতে ভোট যুদ্ধে মেয়ে

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে মাকে হারাতে ভোট যুদ্ধে মেয়ে

by Mesbah Mukul

পঞ্চগড়ে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদের ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে মা ও মেয়ে। এর মধ্যে নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তেঁতুলিয়া সদর উপজেলার এই ওয়ার্ডে মোট ৫জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লড়ছেন।

উপজেলার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতদল আদর্শ গ্রামের বাসিন্দা মা জীবন নাহার ও মেয়ে বুলবুলি আকতার। মা-মেয়ের নির্বাচনী এই লড়াইয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে। তবে এই ওয়ার্ডে মোট ৫জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মা জীবন নাহার ভয়েস টিভিকে বলেন, ‘আমার মেয়ে বুলবুলি আকতার বিষয়টি পরিবারের কারো সাথে আলোচনা না করেই আমার বিরুদ্ধে স্বামীর কথায় ভোট যুদ্ধে নেমেছেন। তার ভোট করার ইচ্ছা আমাক আগে বললে আমি আমার জায়গা থেকে সরে যেতাম।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় আমার অবস্থান অনেকটাই ভালো আছে। দুইবার নির্বাচিত হওয়ায় অনেক ভালো কাজ করেছি। যোগ্য হওয়ায় ভোটাররা আমার সাথে আছে, থাকবে। ইনশাআল্লাহ জয় আমার হবে।

স্থানীয় বাসিন্দা লাবলু বলেন, দুইবারের নির্বাচিত মহিলা সদস্য জীবন নাহার।  মাঠ পর্যায়ে ওনার অবস্থান ভালো। তবে এরই মাঝে ওনার মেয়ে বুলবুলি একই ওয়ার্ডে ভোট করায় আমরা স্থানীয়রা বিপাকে পড়েছি। কেন এমনটা হলো কেও বুঝতে পারছে না।

আলাউদ্দিন বলেন, তারা মা-মেয়ে ভোট করছে। যে কোন একজনকে তো ভোট দিতে হবে। এখন চিন্তায় আছি কাকে ভোট দিব। সম্ভবত এই দুই মা- মেয়ের লড়াইয়ে তৃতীয় পক্ষ জয়ী হয়ে যাবে।

মাগুরা আদর্শ উচ্চ গ্রামের জরিনা বেগম বলেন, মা-মেয়ে এক জাইগায় দাড়ালো এটা কেমন দেখাচ্ছে! এখন একই পরিবারের দুইজন হওয়ায় সমস্যা হয়েছে কাকে রেখে কাকে ভোট দিব আমরা।

মহিলা সদস্য প্রার্থী বুলবুলি আকতার ভয়েস টিভিকে বলেন, ‘মা ও স্থানীয়দের সাথে আলোচনা করেই ভোটের মাঠে নেমেছি। কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে তা আগামী ১১ নভেম্বর ভোটের দিনে জানা যাবে।’

এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যেমে তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনি এলাকাগুলোতে কোন প্রার্থী যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কি না সে দিকে আমর বিশেষ নজর রাখছি।

আসছে ১১ নভেম্বর ইউপি তেঁতুলিয়া সদর উপজেলায় ইউপি নির্বাচন। একই সদস্য পদের জন্য মা ও মেয়ের ভোটযুদ্ধ এলাকাবাসীর নিকট মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। উপজেলার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে এই পরিবারের ভোটযুদ্ধে কে জিতবেন তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা।

ভয়েসটিভি/এমএম

You may also like