Home সারাদেশ তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৫

তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৫

by Newsroom
তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরে সবাই অচেতন হয়ে গেলে তাদের বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোববার (৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জেলার অজ্ঞান পার্টির হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয়দের। তবে তাদের বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো কিছু চুরি যাওয়ার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন স্থানে পরপর এমন ধরনের ঘটনা ঘটেছে। এতে করে উপজেলার সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানায়, গোলাব্দিগছ গ্রামের আমির উদ্দীনের ছেলে জাহেদ সকালে বাড়ির টিউবওয়েলের পানি পান করেন। পরে ধীরে ধীরে দুপুরে অসুস্থ্য হয়ে ঘুমিয়ে পড়েন। বাড়ির লোকেরা দুরর্বল মনে করে তাকে ঘুমিয়ে দেয়। বিকেল হয়ে আসার পরেও জাহেদ না উঠায় স্থানীয় ডাক্তারকে ডাকা হয়।

ডাক্তার এসে চেক করে বলেন তাকে নেশা খাওয়ানো হয়েছে। অন্যদিকে তার স্ত্রী ও বড় ভাই আব্দুল হামিদ  সেই টিউবওয়েলের পানি পান করায় তারাও বিকেলে অসুস্থ্য হয়ে পড়েন। এদিকে বিষয়টি বুঝে ওঠার আগেই সেই পানি দিয়ে তৈরি চা খেয়ে বাড়ির সবাই অসুস্থ্য হয়ে পড়ে।

গোলাব্দিগছ গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় বিষয়টি জানানো হয়েছে। তাদের পানিতে চেতনানাশক মেশানোর ফলেই অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে কি ভাবে ঘটনাটি ঘটেছে এখনো বলা যাচ্ছে না। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ভয়েস টিভি/এমএইচ

You may also like