Home সারাদেশ তেঁতুলিয়ায় বেকারিতে ভুয়া লেবেল তৈরি করায় জরিমানা

তেঁতুলিয়ায় বেকারিতে ভুয়া লেবেল তৈরি করায় জরিমানা

by Newsroom
তেঁতুলিয়ায়

বাজার তদারকিতে গিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বেকারিতে ‍‍খাবার তৈরির আগে ভুয়া লেবেল তৈরি করায় জরিমনা করেছে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযুক্ত শামীম বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট তিন প্রতিষ্ঠানে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভজনপুর ও মাগুরমারি দেবনগড় বাজারে তাদের এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

জানা যায়, ভজনপুর বাজারে শামীম বেকারি নামে ওই প্রতিষ্ঠানের বেকারি খাবার তৈরির আগেই খাবারের লেবেল তৈরি করা হয়। কিন্তু তাতেও তারা ভুল উৎপাদন মেয়াদ ব্যবহার করে। একই সাথে খাবারে পঁচা ও নষ্ট ডিম ব্যবহার করার সত্যতা পাওয়ায় অভিযানে অভিযুক্ত করে শামীম বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই এলাকায় নিশাদ বেকারিতে অবকাঠামো ও নোংড়া পরিবেশ থাকায় তাকে দুই হাজার ও মাগুরমারি দেবনগড় বাজারে রাজুর হোটেলে অপরিচ্ছন্নসহ অতিরিক্ত হারে খারাপ মানের সালটু ব্যবহার করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

পরেশ চন্দ্র বর্মন জানান, আমরা ভোক্তার নিরাপত্তা দিতে অভিযান পরিচালনা করে আসছি। আগামীতেও বাজার তদারকির মাধ্যমে এমন অভিযান পরিচালনা করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like