Home সারাদেশ তোপধ্বনি দিয়ে নড়াইলে বিজয় দিবস উদযাপন

তোপধ্বনি দিয়ে নড়াইলে বিজয় দিবস উদযাপন

by Shohag Ferdaus
বিজয় দিবস

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের মতো নড়াইলেও সীমিত আকারে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ১৬ ডিসেম্বর বুধবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর,বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও মোনাজাত এবং বঙ্গবন্ধু মঞ্চে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যুরালে একে একে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়মী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা ।

ভয়েস টিভি/এসএফ

You may also like