Home রাজনীতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে : তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু হয়েছে : তোফায়েল আহমেদ

by Newsroom
তোফায়েল আহমেদ

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সময়ে দেশ স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাস্ট্র। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ ছিল। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করে দিয়েছে।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলায় হানাদার মুক্ত দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে  তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করছেন তারা সবাই শিক্ষিত, লেখা-পড়া জানা। তারা কি জানেন না, পৃথিবীর বহু মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। তা দেখে তারপর মন্তব্য করুন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন,  জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।

এদিকে ভোলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে মুক্তিযোদ্ধা সংসদ। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এতে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যার দায়ে দুই নারীর ফাঁসি ও যাবজ্জীবন

ভয়েস টিভি/এমএইচ

You may also like