Home সারাদেশ ত্রাণের দাবিতে রাস্তায় সাতক্ষীরায় বাস শ্রমিকরা

ত্রাণের দাবিতে রাস্তায় সাতক্ষীরায় বাস শ্রমিকরা

by Shohag Ferdaus
শ্রমিকরা

ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিকরা। ২২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা বাস টার্মিনালের সামনে সড়কে শতাধিক শ্রমিক ত্রণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মো. সাইফুল ইসলাম, শ্রী সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে সাতক্ষীরার বাস মিনিবাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের আহ্বান জানান।

সাতক্ষীরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, টানা ১৭ দিন লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে তিন হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বড়ায়নি। তারা অনেকে না খেয়ে দিন পার করছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like