Home সারাদেশ ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

by Newsroom

ফেনীর ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢলে প্রভাবে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ নভেম্বর সোমবার ফুলগাজী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২০ পরিবারকে এসব দেয়া হয়।

এর আগে রোববার বিকেলে ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ভাঙনের স্হান পরিদর্শন করেন। এসময় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেব নাথ, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি রোববার রাতে কিছুটা উন্নতি হয়েছে।

৩১ অক্টোবর শনিবার রাতে পাহাড়ি ঢল ও ভারতের ত্রিপুরা থেকে আসা পানি মহুরি ও কহুয়া নদীর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে ফেনীর বেশ কয়েকটি গ্রাম ও কয়েকশ হেক্টর ফসলি জমি ডুবে যায়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like