Home সারাদেশ থানায় জিডি হবে ৫ মিনিটে

থানায় জিডি হবে ৫ মিনিটে

by Shohag Ferdaus
জিডি

কুড়িগ্রামের সকল থানায় মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সময়ে জিডি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

জানা গেছে, বেশিরভাগ মানুষকে যে কারণে থানায় যেতে হয় তার মধ্যে অন্যতম হলো জিডি। দ্রুততম সময়ে জিডি করতে পুলিশ সুপার কর্তৃক জেলার সকল থানায় জিডির ফর্ম সরবরাহ করা হয়েছে। মানুষের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন কুড়িগ্রামের এসপি।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, জিডি লেখার জন্য কারো কাছে যেতে হবে না। কাউকে টাকা পয়সা দিবেন না, টাকা চাইলে সিনিয়র অফিসারদের জানাবেন। নিজের জিডি নিজেই লিখুন। এটা প্রয়োজনের জন্য সংগ্রহ করে রাখতে পারবেন।

তিনি বলেন, জিডি করতে গিয়ে ডিউটি অফিসারের কাছ থেকে এক কপি ফর্ম নিবেন। ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে ফটোকপি করে মোট তিনকপি ডিউটি অফিসারের কাছে দেবেন। ডিউটি অফিসার এটার ওপর সিল স্বাক্ষর দিয়ে এক কপি আপনাকে ফেরত দেবেন।

পুলিশ সুপার আরও বলেন, সকল সরকারি প্রতিষ্ঠানের সেবা পাওয়া প্রত্যেক জনগণের নাগরিক অধিকার। শুধু পুলিশ নয় সকল প্রতিষ্ঠানের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like