Home বিনোদন প্রথম বাংলা থ্রিডি চলচ্চিত্র মুক্তিযুদ্ধভিত্তিক ‘অলাতচক্র’

প্রথম বাংলা থ্রিডি চলচ্চিত্র মুক্তিযুদ্ধভিত্তিক ‘অলাতচক্র’

by Shohag Ferdaus
অলাতচক্র

লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমদ ছফা যোগ দিতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধে। সে অনুযায়ী বাংলাদেশ ছেড়ে তখন চলে যান কলকাতায়। তবে সম্মুখ যুদ্ধে শেষমেষ অংশ না নিলেও তার লেখায় ফুটে উঠেছে সেই সময়ের দুঃসহ স্মৃতি।

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আহমদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাসটি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। এ উপন্যাসে সম্পর্কের টানাপোড়েন, যুদ্ধের যে নানা চোরাগলি ছিল- সেসবই উঠে এসেছে।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আহমদ ছফার এই উপন্যাস অবলম্বনেই তৈরি হলো বাংলা ভাষার প্রথম থ্রিডি চলচ্চিত্র। এর প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল।

সাহিত্যিকের প্রেমিকার ভূমিকায় নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছেন জয়া। চরিত্রের মধ্যেই তুলে ধরেছেন ভালবাসার বিষন্নতা। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার রিলিজ হয়েছে। সত্তরের দশকের কলকাতার নানা অংশ তুলে ধরা হয়েছে এই ছবিতে।

জয়া ও আহমেদ ছাড়াও ছবিতে অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাট‌্যব‌্যক্তিত্ব মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, মাহতাব হাসান। বিশেষ চরিত্রে রয়েছেন ‘খাঁচা’-খ‌্যাত পরিচালক আকরাম খান। ছবিটির নির্দেশনায় ছিলেন হাবিবুর রহমান। ছবিটিতে থ্রিডি চিত্রগ্রহণ করছে মুম্বইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। এর আগে যারা এর আগে ‘রোবট’ সিরিজের ‘২.০’ ছবির কাজ করেছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like