Home প্রবাসী দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে হত্যা

by Newsroom
বাঘায়

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি ব্যবসায়ী নিত্য সরকারের (৩৮) দোকানের ভিতরে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা দোকানের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

২৮ ফেব্রুয়ারি রোববার রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রভিন্সের ফোটবিফৌট এলাকায় এ লুটতরাজ ও হত্যার ঘটনা ঘটে।  তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

জানা যায়, রোববার রাতে নিত্য সরকারের দোকানের দেয়াল ভেঙে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা। এরপর তার গলা ও মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন তার দোকান বন্ধ দেখে আশপাশের বাংলাদেশিদের খবর দেয়। তারা এসে দোকানের পেছনের দেয়াল ভাঙা দেখেন। এ সময় দেয়ালের ভাঙা অংশ দিয়ে রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিত্য সরকারের মরদেহ উদ্ধার করে। মরদেহ হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ কমিউনিটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে কয়েকদিনের মধ্যে মরদেহ দেশে পাঠানো হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like