Home সারাদেশ দখলমুক্ত হলো নাগরপু‌রের জমিদার বাড়ি 

দখলমুক্ত হলো নাগরপু‌রের জমিদার বাড়ি 

by Newsroom
দখলমুক্ত

দীর্ঘদিন ধরে দখ‌লে থাকা টাঙ্গাইল জেলার নাগরপুরের ‘চৌধুরীবা‌ড়ি’ খ‌্যাত জ‌মিদার বা‌ড়িটি দখলমুক্ত ক‌রা হয়ে‌ছে। ৩০ ন‌ভেম্বর সোমবার প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ‌্যমে এই জ‌মিদার বা‌ড়ি দখলমুক্ত করা হয়।

দখলমুক্ত কার্যক্রম যৌথভা‌বে পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র কমিশনার উপমা ফারিসা ও নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর।

ওই জ‌মিদার বা‌ড়ির নাগরপুর মহিলা কলেজ আটটি কক্ষ ও নাগরপুর শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয় একটি ভবন দখল ক‌রে রে‌খে‌ছিল। ওই শিক্ষা প্রতিষ্ঠা‌ন দুটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের পরিবার নি‌য়ে সেখা‌নে বসবাস কর‌ছিল।

জানা গে‌ছে, প্রত্নতত্ত্ব অধিদফতরের পরিচালক জমিদার বাড়ির ভবনগুলো পরিদর্শন করে সেখা‌নে জনজীবনের জন্যে ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ৫ নভেম্বর প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শহীদ সামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জ‌মিদার বাড়ির ভবনগু‌লো খালি করার জন্যে নোটিশ প্রদান করেন। ভবনগু‌লো খা‌লি ক‌রে না দেয়ায় পুনরায় ১৬ ন‌ভেম্বর নো‌টিশ প্রদান ক‌রেন।

তাতেও কাজ না হওয়ায় সোমবার বিকাল থে‌কে ভবন দখল মুক্ত কর‌তে জেলা ও উপ‌জেলা প্রশাসন যৌথ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। দখলমু‌ক্তের পর সিলগালা ক‌রে জনসাধারণকে অনুপ্রবেশ না করার জন্যে সর্তকীকরণ নোটিশ টানিয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ ভবনে থাকা লোকদের ভবন ছেড়ে দেয়ার জন্যে একাধিকবার নো‌টিশ দেয়া হ‌য়ে‌ছিল। প‌রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : ফেনীতে পাউবোর প্রায় ১০ একর ভূমি দখলমুক্ত

ভয়েস টিভি/এমএইচ

You may also like