ঢাকা : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সন্ত্রাস, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষেই জাতীয় পার্টির রাজনীতি।
২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে জামালপুর জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নে ক্ষুধা, দারিদ্য এবং বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি।
তিনি বলেন, সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।
সভায় বক্তৃতা করেন- জামালপুর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ্জ জাকির হোসেন খান, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাত্তার হোসেন, মীর শামসুল আলম লিপটন, জামালপুর জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জামালপুর জেলা যুব সংহতির সভাপতি এডভোকেট আনিসুর রহমান মানিক।
মতবিনিময় সভায় জামালপুর জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েসটিভি/এএস