লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এবং সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
কাজী আসাদুজ্জামান আসাদ লালমনিরহাটের পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নারকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইটকে নৌকা প্রতীকে মেয়র পদে মনোনায়ন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনা অমান্য করে পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশে পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ