Home খেলার খবর মুমিনুলের দশম সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড

মুমিনুলের দশম সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড

by Newsroom
মুমিনুল

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হাল ধরতে মাঠে আসেন অধিনায়ক মুমিনুল হক। সাদাপোশোকে খেলতে নেমে জহুর আহমেদে আলো ছড়ানো ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তার মধ্যে চট্টগ্রামেই করেন সাতটি।

তিন অঙ্কের এই ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ১৭৩ বলে। ইনিংসটি সাজিয়েছেন নয় টি চারের মারে। গত বছর সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১৩২ রানের ইনিংস। করোনার কারণে দীর্ঘ বিরতির পর ফেরার টেস্টেই পেলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৬ রান। তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ এখন পর্যন্ত লিড দিয়েছে ৩৯১ রানের।

কাইল মায়ার্সকে চার মেরে হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ অর্ধ শতক। ৯৬ বলে হাফসেঞ্চুরির পরের বলেও লিটন আরেকটি চার হাঁকান। সাকিবের ব্যাটিং পজিশনে ক্রিজে এসেই দারুণ খেলতে থাকেন লিটন দাস। তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১২ বলে ৬৯ রান করে সাঁজ ঘরে ফেরেন।

মেহেদী মিরাজ এসে সঙ্গ দেন মমিনুলের। কিন্তু ৬৪.৪ অভারে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যর্থ হন মমিনুল। গ্যাব্রিয়েলের বলে রোচের কাছে ক্যাচ দিয়ে সাঁজ ঘরে ফেরেন তিনি। ১৮২ বলে ১১৫ রান করেন এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৬৬.১ ওভারে ২২০/৫ (মেহেদী মিরাজ ৬*, তাইজুর ২*)

ভয়েস টিভি/ এমএইচ

You may also like