Home সারাদেশ দাদন ব্যবসায়ীর অত্যাচার থেকে মুক্তির দাবি

দাদন ব্যবসায়ীর অত্যাচার থেকে মুক্তির দাবি

by Newsroom

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর অত্যাচার থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার  ভূল্যারহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করেন তিস্তা নদীর তীরবর্তী ছিন্নমুল মানুষ।

অভিযুক্ত দাদন ব্যবসায়ী লাভলী বেগম একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

এসময় গ্রামবাসীরা জানান, লাভলী বেগম দীর্ঘদিন ধরে দাদন ব্যবসার সঙ্গে জড়িত। তিস্তার চরাঞ্চলের মানুষদের অভাবের সুযোগ নিয়ে স্ট্যাম্প ও চেকের বিনিময়ে চড়া সুদে ঋণ দেন। সুদাসল আদায় করার পরও স্ট্যাম্প ও চেক ফেরত না দিয়ে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করেন।

স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তারা বলেন, লাভলী বেগমের রয়েছে বিশাল লাঠিয়াল বাহিনী। কেউ প্রতিবাদ করলে শায়েস্তা করাসহ লাঠিয়াল বাহিনী দিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। স্থানীয় তরুণীদের চাকরি দেয়ার নামে বিভিন্ন ভাবে ফাঁসিয়ে যৌন ব্যবসায় বাধ্য করেন তিনি। তার বাড়ি একটা মিনি পতিতালয়। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ভোটমারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান মিঠুন, আনসার-ভিডিপির কমান্ডার সাইফুর রহমান, সমাজসেবক সাইদুল ইসলাম প্রমুখ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like