Home বিশ্ব দামেস্কে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপনাস্ত্র হামলা

দামেস্কে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপনাস্ত্র হামলা

by Shohag Ferdaus
ক্ষেপনাস্ত্র

ইসরায়েল অধিকৃত গোলান হাইটস থেকে সিরিয়ার দামেস্ক লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি সিরিয়ার। ২৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

সরকারি সংবাদসংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান হাইটস থেকে দামেস্কের নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থী ও হিজবুল্লাহদের লক্ষ্য করে একাধিক আক্রমণ করেছে ইসরায়েল। কয়েকদিন আগেই আমেরিকা ও সিরিয়া-ইরাক সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ওপর আক্রমণ চালিয়েছিল।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এখানেই ইরানের রেভলিউশনারি গার্ড ও হিজবুল্লাহদের ঘাঁটি।

ইসরায়েলের সামরিক মুখপাত্র এনিয়ে কোনো কথা বলতে চাননি। তবে ইসয়ালের সরকারি সংস্থা কান জানিয়েছে, সেখানকার সেনা কর্তারা রোববার সন্ধ্যায় আলোচনায় বসোছিলেন। তারা গালফ অফ ওমানে ইসরায়েলের একটি জাহাজে ইরানের আক্রমণ নিয়ে আলোচনা করেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের পণ্য জাহাজে ইরানই আক্রমণ চালিয়েছিল বলে তার বিশ্বাস। সিরিয়ায় ইরানের দখলদারি ঠেকাতে ইসরায়েল এখন প্রায় প্রতি সপ্তাহেই হানা দিচ্ছে।

ইসরায়েলের দাবি, ইরানের বাহিনীর সিরিয়ায় থাকার কোনো অধিকার নেই। ইরান যাতে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্য ইসরায়েল সক্রিয়। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, ইরানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে ইসরায়েল।

ভয়েস টিভি/এসএফ

You may also like