Home পশ্চিমবঙ্গ দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে

দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে

by Shohag Ferdaus
দার্জিলিংয়ে

ডিসেম্বর জুড়ে লুকোচুরি খেললেও, জানুয়ারির শেষে জেঁকে বসেছে শীত। ২৯ জানুয়ারি শুক্রবার কলকাতায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমেছে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা যেখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, শুক্রবার তা আরও কমে ১২.৭ ডিগ্রি হয়েছে, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। আর দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে।

শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমই। কলকাতার পাশাপাশি, জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা।

শিলিগুড়ি এবং কোচবিহারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

পারদের ওঠানামা বজায় থাকলেও, আগামী কয়েক দিন রাজ্যে শীত ভালোই শীত পড়বে বলে মনে করছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা, কিন্তু ফের পারদ পতন ঘটবে। এখনই বিদায় নেয়া তো দূর, কমপক্ষে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকবে রাজ্যে। তার পর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

ভয়েস টিভি/এসএফ

You may also like