Home সারাদেশ সেই দিনমজুরকে মন্ত্রী পুত্রের ঘর দেয়ার আশ্বাস

সেই দিনমজুরকে মন্ত্রী পুত্রের ঘর দেয়ার আশ্বাস

by Shohag Ferdaus
মন্ত্রীপুত্রের

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো সেই দিনমজুরকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। একই সঙ্গে একটি দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়ার আশ্বাসও দেন তিনি।

১৬ অক্টোবর ভয়েস টিভি অনলাইনে ‘আগুনে পুড়ে ছাই দিনমজুরের সম্বল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ক্ষতিগ্রস্ত দিনমজুর মদন মোহনকে সহায়তার হাত বাড়ান তিনি।

১৭ অক্টোবর শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত দিনমজুরের হাতে সহায়তা তুলে দেন মন্ত্রীর ছেলের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম। ক্ষতিগ্রস্ত দিনমজুরকে আসন্ন পূজার কেনাকাটা করতে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। একই সঙ্গে একটি দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন তিনি। যা খুব দ্রুতই নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী পুত্রের প্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন, সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক কৃষিবিদ হযরত আলী, নামুড়ি মহাবিদ্যালয়ের শিক্ষক সাদিকুল ইসলাম খাঁন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল বাবু।

এর আগে ১৫ অক্টোবর রাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের মসুর দৈলজোর গ্রামে মানিক চন্দ্রের ছেলে মদন মোহনের মাথা গোঁজার ঠাঁইটুকু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্রসহ ধান-চাল এবং পূজার জন্য স্বজনদের জন্য কেনা উপহার সামগ্রীও পুড়ে ছাই হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like