Home সারাদেশ প্রধান আসামিকে ৭ ও ইউপি সদস্যকে ২ দিনের রিমান্ড

প্রধান আসামিকে ৭ ও ইউপি সদস্যকে ২ দিনের রিমান্ড

by Newsroom

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবূধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলকে দুই মামলায় ৭দিন, ইউপি সদস্য সোহাগকে এক মামলায় ২দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে আসামীদেরকে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বেগমগঞ্জ আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক  মোস্তাক আহমেদ আদালতের কাছে প্রধান আসামি বাদলের দুই মামলায় ৭ দিন করে ১৪ দিন ও ইউপি সদস্য সোহাগের এক মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করেন।

নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

আরও পড়ুন- বিবস্ত্র করে নির্যাতন: দুই আসামিকে ৬ দিনের রিমান্ড

ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এপর্যন্ত ৬ আসামিকে আটক করেছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like