Home খেলার খবর দিনের শুরুতেই তৃতীয় উইকেট তুলে নিল তাইজুল

দিনের শুরুতেই তৃতীয় উইকেট তুলে নিল তাইজুল

by Newsroom
দিনের

তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনে তৃতীয় উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। দিনের প্রথম সেশনের প্রথম বলেই নাজমুল হাসান শান্তর হাতে বন্দী হয়ে সাজঘরে ফিরেছেন এনক্রুমাহ বোনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম ইনিংসে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (৬৫) ও কাইল মায়ার্স (২৩)।

আগেরদিনের ব্যক্তিগত ১৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন বোনার। সেই রান আর বাড়াতে পারেননি তিনি। এর আগে ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল উইন্ডিজ। ব্যক্তিগত ৪৯ রান নিয়ে দিন শুরু করে ফিফটি তুলে নিয়েছেন ব্রাথওয়েট।

মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান।

ভয়েস টিভি/এমএইচ

You may also like