Home জাতীয় ২৭০ দিনে দেশে ৭ হাজারের বেশি মৃত্যু

২৭০ দিনে দেশে ৭ হাজারের বেশি মৃত্যু

by Shohag Ferdaus
করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২০ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ১৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে। সে হিসেবে করোনা শনাক্তের আজ ২৮০তম দিন। শনাক্তের দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। সে হিসেবে করোনায় মৃত্যুর ২৭০তম দিন আজ। আর ৩০ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটে ৬৪ জনের।

প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। ৪ হাজার ছাড়ায় ২৫ আগস্ট। এর ২৮ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। এরপর ৪ নভেম্বর ৬ হাজার ছাড়িয়েছিল। এর ২২ দিনের মাথায় সাড়ে ছয় হাজার ছাড়ায় মোট মৃত্যু সংখ্যা। আজ শনিবার মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়াল।

আরও পড়ুন: মওলানা ভাসানীর জন্মদিন আজ

ভয়েস টিভি/এসএফ

You may also like