Home বিনোদন দীর্ঘ বিরতির পর ছায়াবৃক্ষে অপু বিশ্বাস

দীর্ঘ বিরতির পর ছায়াবৃক্ষে অপু বিশ্বাস

by Amir Shohel

এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ ও ব্যাক্তিগত নানা কারণে দীর্ঘদিন নতুন কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। এ নিয়ে অপু ভক্তদের আক্ষেপেরও শেষ ছিল না। তবে ভক্তদের জন্য সুখবর হলো দীর্ঘ বিরতিকে ইতি টেনে চলচ্চিত্রে ফিরেছেন অপু বিশ্বাস। সম্প্রতি তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। আগামী মাস থেকে শুরু হবে ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং।

করোনা মহামারির পর নতুন করে আবারও ফিরে আসা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সোমবার আমি ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। এই সিনেমা পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। আমার বিপরীতে কে কাজ করবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত হবে।

ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা আরও বলেন, ছবির গল্পটা অনেক সুন্দর, তা ছাড়া সিনেমাটি প্রযোজনা অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অনুপম কথাচিত্র’।আশা এই সিনেমার মাধ্যমে নতুন এক অপু বিশ্বাসকে দর্শক দেখতে পারবেন পর্দায়।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ‘ছায়াবৃক্ষ’ ছবিটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। বেশ কয়েক দিন ধরে একে একে ছবিটির অভিনয়শিল্পীর নাম প্রকাশ করছিলেন বন্ধন বিশ্বাস। সে তালিকায় রয়েছে অভিনেতা শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, সুস্মি রহমান ও সুমিত সেনগুপ্তর নামও।

ভয়েসটিভি/এএস

You may also like