Home সারাদেশ চাটমোহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

চাটমোহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

by Newsroom
অনির্দিষ্টকালের

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকালে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ১১জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা প্রাং এর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় বামনগ্রাম বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে লাঠিসোটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে বামনগ্রামের সেকেন্দার আলী (৬০), মঞ্জুর রহমান (৩২), হযরত আলী (২৮), আনিসুর রহমান (৫৫), নাজিম উদ্দিন (৫০) ও সোনাই প্রাং (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আক্কাস আলী (৫০), আব্দুল ওহাব (৫৫), রুপচাঁদ আলী (৩৫), সাজাদুল ইসলাম (৪০) ও আনোয়ারুল ইসলামকে (৪২)পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হান্নান মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছিল। উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like