Home সারাদেশ টাঙ্গাইলে ট্রাক অ‌টো‌রিকশার সংঘ‌র্ষে দুই নারী নিহত

টাঙ্গাইলে ট্রাক অ‌টো‌রিকশার সংঘ‌র্ষে দুই নারী নিহত

by Newsroom
ট্রাক

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে ট্রাক ও সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই নারী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় সিএন‌জি‌তে থাকা শিশুসহ আ‌রও পাঁচজন আহত হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন, জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ির উপ‌জেলার রুদ্রবয়ড়া গ্রা‌মের মোশারফ হো‌সেনের স্ত্রী শা‌হিনা বেগম (২২) এবং একই উপ‌জেলার চর ভিন্নপুর গ্রা‌মের আব্দুর র‌শি‌দের স্ত্রী করুনা বেগম (৩০)।

১২ ন‌ভেম্বর বৃহস্প‌তিবার দুপুর দেড়টার দি‌কে গা‌রোবাজার-সাগর‌দিঘী সড়‌কের গা‌রোবাজার সংলগ্ন মুরাইদ ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকে কা‌ছে এই ঘটনা ঘ‌টে।

ঘাটাই‌লের সাঘর‌দিঘী ফা‌ঁড়ির ইনচার্জ মো. জা‌কির হো‌সেন ব‌লেন, প‌রিবারের সদস‌্যরা এক‌টি ভাড়া করা সিএন‌জি চালিত অ‌টোরি‌কশায় গাজীপুর থে‌কে স‌রিষাবা‌ড়ির দি‌কে যা‌চ্ছিল। এ সময় সিএন‌জি‌টি গা‌রোবাজার সংলগ্ন মুরাইদ ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিকে কা‌ছে পৌছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এ‌তে ঘটনাস্থ‌লেই সিএন‌জি‌তে থাকা করুনা বেগম মারা যান। প‌রে শিশুসহ ছয়জন‌ আহতবস্থায় মধুপুর স্বাস্থ‌্যকম‌প্লেক্সে পাঠা‌নোর পর সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় করুনা বেগ‌মের ছোট ভাই‌য়ের স্ত্রী শা‌হিনা বেগম মারা যান।

ভয়েস টিভি/এমএইচ

You may also like