Home সারাদেশ দুই পিকআপের সংঘর্ষে যুবক নিহত

দুই পিকআপের সংঘর্ষে যুবক নিহত

by Shohag Ferdaus
দুর্ঘটনায়

নেত্রকোনায় দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হিমেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১৩ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

১৭ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ভবের বাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নানীর মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে হিমেল, তার পরিবার এবং আত্মীয় স্বজনরা মিলে একটি পিকআপ ভ্যানে করে নানার বাড়িতে যাচ্ছিলেন। পিকআপটি বেলা ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ভবের বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মাছ বোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক হিমেল নিহত হন এবং ১৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/নেত্রকোনা প্রতিনিধি/এসএফ

You may also like