Home সারাদেশ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন দুই বারের এমপি জজ মিয়া

আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন দুই বারের এমপি জজ মিয়া

by Shohag Ferdaus
জজ মিয়া

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জাতীয় পার্টি থেকে দুই বারের নির্বাচিত সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেয়া হয়েছে। সবকিছু হারিয়ে দাপুটে এই সাবেক এমপি ছিলেন গৃহহীন।

২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে স্থানীয় প্রশাসন গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন।

এ সময় এনামুল হক জজ মিয়াকে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেন।

ঘর পেয়ে জজ মিয়া বলেন, প্রধানমন্ত্রীর কাছে থাকার জন্য ঘর দাবি করেছিলাম। সেই ঘরটি আজ পেয়েছি, তাই ভালো লাগছে। আজ থেকে আমি আর গৃহহীন না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে উপজেলায় তিনিসহ ২ শ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like