Home সারাদেশ পা‌নিতে‌ ডুবে দুই বোনের মৃত‌্যু

পা‌নিতে‌ ডুবে দুই বোনের মৃত‌্যু

by Newsroom
নিহত

ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পা‌নিতে‌ ডুবে দুই বোনের মৃত‌্যু হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার উত্তর ভেদুরিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আ‌ফিফা (৭) ও মুনতাহা (৫) ওই গ্রামের মু‌দি ব‌্যবসায়ী মো. জ‌সিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দুই বোন বা‌ড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে উভয়ে পানিতে পড়ে যায়। কিন্তু সাতার না জানায় পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুকুর থেকে ওই দুই বোনের মরদেহ উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like