Home অর্থনীতি করোনায় আক্রান্ত দুই সহস্রাধিক ব্যাংকার

করোনায় আক্রান্ত দুই সহস্রাধিক ব্যাংকার

by Amir Shohel
করোনায় আক্রান্ত দুই সহস্রাধিক ব্যাংকার

করোনায় দুই হাজারেরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সংক্রমিত হয়েছেন। আর এ ভাইরাসে মারা গেছেন ৩৬ জন। এছাড়া হাজারের অধিক কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর (সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী) ৮৭৯ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৩ জন কর্মকর্তা।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে ব্যাংক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনেক সময় স্বাস্থ্যবিধি যথাযথ পরিপালন করা হচ্ছে না। সচেতনতার অভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এসব কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ব্যাংকাররা। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। সর্বশেষ তথ্য মোতাবেক সোনালী ব্যাংকের ৪২৮ জন কর্মকর্তা-কর্মচারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ব্যাংকটির ছয়জন কর্মকর্তা ইতোমধ্যে মারা গেছেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকেও প্রায় শতাধিক কর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত। আর মারা গেছেন দুইজন।

ভয়েসটিভি/এএস

You may also like