Home বিনোদন টলিউড তারকাদের দুর্গোৎসব

টলিউড তারকাদের দুর্গোৎসব

by Shohag Ferdaus
দুর্গোৎসব

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এদিন কলকাতার পূজা উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও করোনা থেকে সতর্ক থাকতে বলেছেন সবাইকে। এতে পূজার আনন্দের আমেজে ভাটা পড়েছে বাঙালির। এ বারের পূজায় নেই সেই চেনা আনন্দ। সুরক্ষাই প্রথম শর্ত টলিউড তারকাদের। তাই বাড়ি বসে পূজার আনন্দ খুঁজছেন তারা। করোনাসুরের আক্রমণ এড়িেয় টলিউড তারকারা কীভাবে কাটাবেন দুর্গোৎসব?

জিৎ

ষষ্ঠীর দিন অর্থাৎ আজই লন্ডন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরেছেন জিৎ। অন্যান্য বছর পূজার ভিড় এড়াতে পাড়ি দিতেন ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুরে। কিন্তু এ বারের চিত্র পুরোটাই উল্টো। আগে কালীঘাটের বাড়িতে থাকার সময় ধুনুচি নাচ ও ঢাক বাজানোয় অংশ নিতেন তিনি। অনেক বছর পর তারই পুনরাবৃত্তি হবে। এবার পরিবার ও বন্ধুদের সঙ্গে জিৎ সময় কাটাবেন।

দেব

চিত্রনায়িকা জাহারা মিতুকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে রয়েছেন দেব। তিনি কমান্ডো ছবির শুটিংয়ে সেখানে ব্যস্ত সময় পার করছেন। এ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। তাই সেখানেই কাটবে এবার এ তারকার দুর্গাপূজা।

প্রিয়ঙ্কা সরকার

গত তিন বছর ধরে বাঘাযতীনের এক ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়ঙ্কা সরকার। এ বছর ক্লাবের সঙ্গে যুক্ত হলেও, পুজোর আনন্দ খুঁজে পাচ্ছেন না এ নায়িকা। প্রিয়ঙ্কার আফসোস, ‘অন্যান্য বছর পূজা ওপেনিং ইভেন্ট থেকে সপ্তমী পর্যন্ত দম ফেলার সময় পেতাম না। কিন্তু এ বার একেবারে ছুটির মুডে রয়েছি। সময় কাটানোর নানা উপায় খুঁজছি।’

সোহিনী সরকার

পূজা পরিক্রমায় সারাদিন প্যান্ডেল হপিং, স্ট্রিট ফুড খাওয়ার আনন্দ মিস করছেন অভিনেত্রী সোহিনী সরকার। তবে সাত মাস পর ষষ্ঠীর দিন অ্যাকাডেমিতে ‘মহাভারত’ নাটক মঞ্চস্থ হওয়ার মধ্যেই নায়িকা খুঁজে পেয়েছেন পূজার আনন্দ।

নুসরত জাহান

পূজায় মুক্তি প্রাপ্ত ছবি নিয়ে ব্যস্ত থাকবেন নুসরত জাহান। তবে জানালেন, অষ্টমীর অঞ্জলি এবং সিঁদুরখেলা মিস করবেন। এমনকি, সামাজিক দূরত্ববিধি মানতে শ্বশুরবাড়িও যাচ্ছেন না। নিজের অভিনীত চরিত্রগুলির প্রিন্টে একটি শাড়ি বানিয়েছেন নুসরত। পূজায় একদিন সেটিই পরবেন।

কোয়েল মল্লিক

করোনার জন্য মল্লিক পরিবারে এ বার দুর্গাপুজোয় আড়ম্বর কম। কোয়েল জানালেন, শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন পূজায়।

তিনি জানান ‘করোনার এই পরিস্থিতিতে অন্যবারের মতো পূজা উদ্‌যাপনের কথা ভাবতেই পারছি না’।

ভয়েস টিভি/এসএফ

You may also like