Home সারাদেশ মেহেরপুরে দুর্নীতির খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

মেহেরপুরে দুর্নীতির খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

by Shohag Ferdaus
মেহেরপুর

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুল কাদেরের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। ৮ নভেম্বর রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ডিবিসির জেলা প্রতিনিধি আবু আক্তার করন এবং বিডি রয়টার্স ডটকমের প্রতিনিধি জাকির হোসেন আহত হন।

এসময় ডিবিসির ক্যামেরাও ভাঙচুর করে তারা। মারধরের পরে তাদের অফিস কক্ষে আটকে রাখা হয়। পরে কয়েকজন সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

জানা গেছে, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ হিজড়া প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ এবং অফিসেই গোপন কক্ষে মনোরঞ্জনের জন্য বেডরুম তৈরি করেছেন।

এসব বিষয়ে সংবাদ সংগ্রহের জন্যে জেলা সমাজ সেবা অধিদফতরের কার্যালয়ে গেলে উপ-পরিচালক আব্দুল কাদের বেসরকারি টেলিভিশন ডিবিসির ক্যামেরা দেখেই ক্ষেপে যান। একপর্যায়ে ওই অফিসের কর্মচারী ও বহিরাগত গাড়ি চালকদের দিয়ে ওই দুই সাংবাদিকের ওপর হামালা চালান তিনি। মারধরের পর তাদের অফিসে আটকে রাখেন। সেখানেও দ্বিতীয় দফায় তাদের মারধর করা হয়। পরে খবর পেয়ে মেহেরপুর প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক গিয়ে তাদের উদ্ধার করে।

এবিষয়ে ডিবিসির মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় উপ-পরিচালক আব্দুল কাদেরসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like