Home সারাদেশ ইলিশা ফেরিঘাটে দুর্ভোগ নিত্যসঙ্গী

ইলিশা ফেরিঘাটে দুর্ভোগ নিত্যসঙ্গী

by Shohag Ferdaus
ফেরিঘাটে

দ্বীপজেলা ভোলার সঙ্গে দেশের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভোলা-লক্ষ্মীপুর ইলিশা ফেরিঘাট। ২৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে যাত্রী ও মালামাল বোঝাই ট্রাক চালকদের দুর্ভোগ ডেন নিত্যসঙ্গী পোহাতে হয়। জোয়ারের পানিতে ফেরিঘাট তলিয়ে দিনে অন্তত তিন ঘণ্টা ফেরি চলাচল ব্যহত হয়। এছাড়া প্রয়োজনের তুলনায় ফেরি সংখ্যাও অপ্রতুল।

জানা গেছে, ২০০৮ সালে ভোলার সঙ্গে লক্ষ্মীপুরের সরাসরি ফেরি সার্ভিস চালু হয়। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও এখনো ঘাটের আধুনিকানসহ নানা সমস্যা রয়ে গেছে। ফলে সুবিধা বঞ্চিত হচ্ছেন পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে আধুনিক ঘাট নির্মানের কার্যক্রম হাতে নিবে তারা।

ভয়েস টিভি/এসএফ

You may also like