Home বিনোদন দুস্থদের পাশে দাঁড়িয়েও প্রশংসিত বিশ্বসুন্দরী ক্যারোলিনা

দুস্থদের পাশে দাঁড়িয়েও প্রশংসিত বিশ্বসুন্দরী ক্যারোলিনা

by Amir Shohel

‘দেসপাসিতো’ খ্যাত দেশ পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসেছিল জমকালো আসর। সেখানেই জাঁকালো আয়োজনে ঘোষণা করা হলো বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর বিজয়ীর নাম। রূপ ও গুণের জাদুতে এবারের মিস ওয়ার্ল্ড নিজের করে নেন জনপ্রিয় মডেল ক্যারোলিনা বিলাস্কা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে সম্প্রতি আলোচনায় আছে পোল্যান্ড। আর ঠিক এ সময়ই আরও একবার সংবাদে এলো দেশটি। কারণ ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ী ক্যারোলিনা বিলাস্কা পোল্যান্ডের মডেল। ‘মিস ওয়ার্ল্ড-২০১৯’ জ্যামাইকার টনি-আন সিংয়ের পর ক্যারোলিনা ‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরবেন। ৯৬ দেশের সুন্দরীদের পেছনে ফেলে ক্যারোলিনা এই মুকুট ছিনিয়ে নিলেন।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের কোকা-কোলা মিউজিক হলে স্থানীয় সময় ১৬ মার্চ রাতে এই আসর বসে। নানা আয়োজনের মাধ্যমে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এই আসরে আমেরিকার শ্রী শাইনি জেতেন দ্বিতীয় সেরার মুকুট। আর তৃতীয় সুন্দরীর খেতাব পান পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার ভূমিকায় যুক্ত থাকার ইচ্ছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানায়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। এই সমস্যা নিয়ে জনগনের মধ্যে সচেতনাতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রবিবার এই প্রজেক্টের মাধ্যমে গরম খাবার, খাবার পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

গত বছরের ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। যার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হলো ১৬ মার্চ।

/এএস

You may also like