Home বিনোদন দৃষ্টিহীন দুই গায়কের ‘যুদ্ধ’

দৃষ্টিহীন দুই গায়কের ‘যুদ্ধ’

by Amir Shohel

গল্পটা টিকে থাকার। পরাজয়ে ঘন হয়ে ওঠা একটা জীবন কীভাবে বহন করে নিয়ে যেতে হয় জীবনের পথ ধরে তারই ধারাবাহিক বর্ণনা দুই দৃষ্টিহীন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি দোকানের পাশে খোলা জায়গায় বসে গাইছিলেন দুজন। গান শুনে যে যা দেয় তা দিয়েই সংসার চলে এদের।

দুই দৃষ্টিহীনের যোগাযোগও গানের টানে। দুজনের বাড়িই কিশোরগঞ্জ। অন্ধ জব্বার গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াতেন হাওর শহর কিশোরগঞ্জেই। একদিন দেখা মেলে রুবেলের। সেও জব্বারের মতই অসুখে পড়ে হারিয়েছে দৃষ্টি। এরপর দুজনে মিলে চলে আসে রাজধানীতে। গানে গানে জীবন চেয়ে ফেরে নাগরিক ইট-কাঠে।

গান গেয়ে গেয়ে জীবন বেশ ভালোই কাটছিল এই দুই দৃষ্টিহীনের। কিন্তু বাধসাধে করোনাভাইরাস। মহামারির সংক্রমণ এড়াতে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় একপ্রকার অনাহারেই দিন কাটছিল তাদের। সম্প্রতি আবারও শুরু করেছেন গান ফেরী করে বেড়ানো।

অন্যের কাছে হাত পেতে উপার্জনের চেয়ে নিজের প্রতিভা বিক্রি অনেক সম্মানের বলেই মত এই দুই দৃষ্টিহীন গায়কের।

ভয়েসটিভি/এএস

You may also like