Home বিনোদন দেবজ্যোতি মিশ্রসহ দেড় শ শিল্পী মাতাবে মুজিববর্ষের অনুষ্ঠান

দেবজ্যোতি মিশ্রসহ দেড় শ শিল্পী মাতাবে মুজিববর্ষের অনুষ্ঠান

by Shohag Ferdaus
দেবজ্যোতি মিশ্র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র। মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিয়ে বাংলাদেশে হাজির হচ্ছেন এই প্রখ্যাত শিল্পী।

দুই বাংলার মোট ১৫০ জন শিল্পী পারফর্ম করবেন বিশেষ এই উদ্যোগে। কলকাতা থেকে স্ট্রিং সেকশন যেমন ভায়োলিন, চেলো, ভিওলা, কন্ট্রাভাসসহ একাধিক সংগীতশিল্পী যাচ্ছেন, তেমনই বাংলাদেশের অনেক বিশিষ্ট শিল্পীও থাকবেন অনুষ্ঠানে।

দুই বাংলার শিল্পীরা মিলে বাজাবেন জাতির পিতার পছন্দের সুর। প্রায় ১৫ মিনিট ধরে তা চলবে। আরও একটি ১২ মিনিটের স্কোর বাজানো হবে। এরই মাঝে শোনা যাবে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণের ছোট ছোট অংশ।

উচ্ছ্বসিত দেবজ্যোতি মিশ্র বলেন, ‘শেখ মুজিবুর রহমান নামটার সঙ্গে ছেলেবেলা থেকে পরিচয়। মুক্তিযুদ্ধের খবর আসত রেডিওতে। দেবদুলাল বন্দোপাধ্যায় খবর পড়তেন। সারা পাড়ায় রেডিও চলত। বাড়িতে মা, বাবা, ঠাকুমা সবাই মিলে রেডিওর সামনে বসে থাকতাম। সেই সব ফেলে আসা দিনগুলো মনে পড়ে। সেই থমথমে দিনগুলো মনে পড়ে যায়। অনেক স্মৃতি উস্কে দেয়। তখনকার পূর্ববঙ্গ আমার মায়ের, বাবার দেশ। ভাবলেই একটা আবেগ কাজ করে। আর বঙ্গবন্ধু যিনি নাকি সেই বাংলাদেশের রূপকার, তাঁর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে আমি, আমার ভারত-বাংলাদেশের মিউজিশিয়ান বন্ধুদের নিয়ে পারফর্ম করব, এটা ভেবেই গর্ব হচ্ছে।’

সূত্র: আনন্দবাজার

ভয়েস টিভি/এসএফ

You may also like