Home সারাদেশ দেবীগঞ্জে আলুবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দেবীগঞ্জে আলুবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

by Amir Shohel
ব্যবসায়ীর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আলুবাহী ট্রাক্টরের চাপায় কার্তিক চন্দ্র বর্মন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

৭ মার্চ রোববার দুপুরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা বাজার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কার্তিক একই ইউনিয়নের মধ্যশিকার পুর এলাকার পবিত্র নাথ বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজে রোববার দুপুরে মামা শ্বশুরের সঙ্গে মোটরসাইকেল যোগে সাকোয়া বাজারে যাওয়ারে যাচ্ছিলো কার্তিক। শালডাঙ্গা মোড়ে একটি আলুবাহী ট্রাক্টরকে অভারটেক করতে গিয়ে অসাবধানবসত কার্তিক পেছন থেকে রাস্তায় পড়ে যায়।

এসময় ট্রাক্টরটির সামনে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোটরসাইকেল আরোহী কার্তিক। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নেয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আলুবাহী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কার্তিক নামে ওই মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ভয়েসটিভি/এএস

You may also like