Home বিনোদন সুপারস্টার দেবের জন্মদিন আজ

সুপারস্টার দেবের জন্মদিন আজ

by Amir Shohel

বাংলাদেশ ও পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেবের জন্মদিন আজ ২৫ ডিসেম্বর। নিজের এমন বিশেষ দিনে বাংলাদেশের ভক্তদের জন্য উপহার দিচ্ছেন এ অভিনেতা। সেই উপহারটা হচ্ছে, বাংলাদেশের নিজের প্রথম সিনেমা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের অ্যাকশন মুভি ‘কমান্ডো’র টিজার মুক্তি দিচ্ছেন তিনি।

জন্মদিনের আগের দিন নায়ক দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, “আমার বাংলাদেশি ভক্তরা, আগামীকাল যদি আমি ‘কমান্ডো’ সিনেমার টিজার প্রকাশ করি। তাতে কি আপনারা উত্তেজিত হবেন; আমাকে জানান?”

এদিকে, পশ্চিম বাংলার গণমাধ্যমের খবর, জন্মদিনের প্রথম প্রহরে দেব ছিলেন ‘গোলন্দাজ’ সিনেমার শুটিংয়ে। সেখান হাজির হয়ে প্রেমিকা রুক্মিণী মৈত্র দেবকে সারপ্রাইজ দিয়েছেন। জন্মদিনে প্রেমিকা দেবের কাছে আবদার করেছেন তাঁর ‘গোঁফ’। দেব নগেন্দ্র সর্বাধিকারীর লুক হিসেবে কয়েক মাস ধরেই গোঁফ রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খুনসুটির কথা জানিয়ে ছবিও প্রকাশ করেছেন তাঁরা। এই যেমন শুটিং সেট থেকে দেবের সঙ্গে ছবি দিয়ে রুক্মিণী ক্যাপশন জুড়েছেন, ‘শুভ জন্মদিন মুচ্ছড়! দেব… বছর একের পর এক যোগ হতে পারে, তবে এই গোঁফটাকে এবার যেতে হবে!’

এদিকে দেব নিজে জন্মদিনে ছবি প্রকাশ করেছেন ক্যাপশন জুড়েছেন, ‘ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ দিতে ব্যর্থ হও না। এভাবেই পাশে থেকো।’

দেবের প্রকৃত নাম দীপক অধিকারী। তবে পর্দায় তিনি দেব নামে সুপরিচিত। ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। বর্তমানে কলকাতার সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। বাংলাদেশের নিজের প্রথম সিনেমা ‘কমান্ডো’র শুটিংয়ে অংশ নিতে আগামী বছরের শুরুতে ঢাকায় আসার কথা রয়েছে এই অভিনেতার।

ভয়েসটিভি/এএস

You may also like